× Warning! Check your Cooke | Total Visitor : 86812

রাজশাহী

Published :
09-02-2024
08:05:23pm

Total Reader: 64



ওদের টার্গেট বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী


রাজশাহী অফিস : রূপালী বেগম (ছদ্ম নাম)। বছর খানেক আগে তার স্বামী মারা গেছেন। সন্তান সহ স্বামীর রেখে যাওয়া কিছু সম্পদ নিয়ে ৪০ বছর বয়স্ক রূপারী একাই সমাজে চলাফেরা করছেন। গত ৭ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২ টার দিকে রাজশাহী নগরীর কোর্ট স্টেশন এলাকায় বাজার করতে গেলে ব্যবহৃত মোবাইলটি তিনি হারিয়ে ফেলেন। স্বভাবতই তিনি একে ওকে ধরেন তার মোবাইলটি উদ্ধারের জন্য। এর মাঝে তার সামনে দেবদুত হয়ে হাজির হন পূর্ব পরিচিত মো. আলমগীর ওরফে রয়েল (৪০)।

রয়েল পেশায় একজন ড্রইভার। ওই নারীকে রয়েল মোবইল উদ্ধারের আশ্বাস দিয়ে নিয়ে যান নগরীর অভিজাত পদ্মা আবাসিক এলাকায় ভাড়া করা তার বাড়িতে। রূপালী তার কথায় মোহিত হয়ে রয়েলের বাড়িতে গিয়ে ওঠেন।

বাড়িতে রয়েলের স্ত্রী হেলেনা খাতুন (৩০)। ছিলেন সৌদী প্রবাসী। গত ২ বছর আগে তিনি দেশে ফেরেছেন। তাদের সাথে আরও থাকেন হেলেনার বোন দিলারা বেগম (৩৫) এবং তাদের সহযোগী মমতাজ বেগম (৪২)।

এর পর প্রণয়ের ভাব দেখিয়ে রয়েল রূপালীকে তার বেডরুমে ডেকে নিয়ে যায়। রূপালী না বুঝেই পা বাড়ায় ওই কক্ষের দিকে। এর পর রয়েল রূপালীর সম্ভ্রম যখন লুটে ব্যস্ত তখন ররেয়লে স্ত্রী আড়ালে থেকে সেই দৃশ্য মোবাইলে ধরণ করতে থাকেন। সাথে সহযোগী হিসেবে রয়েছে দিলারা বেগম ও মমতাজ বেগম।

এর পর রয়েল ভুক্তভোগী রূপালীকে সেই ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করেন। রূপালী ভয়ে এবং লজ্জায় ৫ লাখ টাকা দিতে রাজি হন। নগর অর্থ না থাকায় রয়েলের নির্দেশনা মতো সই করের একটি দলিলে।

রয়ের শুধু পারূলকেই নয় এভাবে সমাজের একাধিক স্বামী পরিত্যাক্ত ও বিধবা নারীদের টার্গেট করে একই কায়দায় অর্থ হাতিয়ে নিয়ে আসছেন। আর তার স্ত্রী দিলারা টার্গেট করে সমাজের বিত্তশালী মাঝ বয়মী পুরুষদের। তাদেরকে কৌশলে বাড়িতে নিয়ে এনে বিছানায় অন্তরঙ্গ মুহুর্তে জড়িয়ে তার ভিডিও ধারণ করেন লুকিয়ে।

কথায় আছে চোরের সাত দিন আর দারোগার এক দিন। রূপালীর এই ঘটনার পর রয়েল-দিলারা দম্পতি আইনশৃঙ্খলা বাহিনীর জালে আটকা পড়েছে। বৃহস্পতিবার রাতে তাদের আটক করে র‌্যাব। এর পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। 

র‌্যাব-৫ এর সিইও লে. কর্ণেল মুনীম ফেরদৌসা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ভুক্তভোগী নারী নগরীর চন্দ্রীমা থানায় এবিষয়ে একটি মামলা করেন। মামলাটির গুরুত্ব বিবেচনায় র‌্যাব-৫ এর টিম ওই মামলায় সম্পৃক্ত হয় এবং বৃহস্পতিবার এই চক্রটিকে আটক করে।

আটককৃতরা হলেন, নগরীর হেতেমখাঁন সবজি পাড়া এলাার নুরুল ইসলামের ছেলে আলমগীর ওরফে রয়েল, তার স্ত্রী হেলেনা খাতুন (৩০), হেলেনার বোন দিলারা বেগম (৩৫) এবং তাদের সহযোগী মমতাজ বেগম (৪২)।    

এদিকে অভিযানের পর রয়েলের বাড়ি থেকে প্রচুর দলিল ও স্ট্যাম্প উদ্ধার করে র‌্যাব। র‌্যাবরে দাবি, এসব স্ট্যাম্প ও দলিল তারা মানুষকের ব্ল্যাকমেইল করেই হাতিয়ে নিয়েছে। কেউ টাকা দিতে না পারলে সমমূল্যের জমি নয়তো গহনা দিতে বাধ্য করা হতো। রয়ের দম্পতি প্রায় দুই বছর ধরে এভাবে স্বামী রিত্যাক্তা বা বিধবা নারীদের টার্গেট করে তাদের ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে আসছিল। আগামীতে অধিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে আরও তথ্য বেরিয়ে আসবে বলে জানায় র‌্যাব।

এসংক্রান্ত আরো সংবাদ : অপরাধ




একজন সচেতন নাগরিক হিসেবে আপনার চার পাশে ঘটে যাওয়া সংবাদ উপযোগী যে কোন ঘটনার ছবি বা ভুক্তভোগী ও সম্পৃক্তদের মোবাইল নম্বর আমাদের পাঠাতে পারেন।

সম্পাদক : রাজু আহমেদ

বার্তাকক্ষ
এসোসিয়েশন ভবন
৬১০০, রাজশাহী, বাংলাদেশ।
newsdailyrajshahi@gmail.com
call@ 01750142903